মহুয়া মৈত্রকে ক্ষমা চাইতে হবে, এই দাবিতে রায়গঞ্জে বিক্ষোভ সাংবাদিকদের

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১০ ডিসেম্বর: দুপয়সার সাংবাদিক বলে কটূক্তি করে সমস্ত সাংবাদিকদের অপমান করেছেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। এরই প্রতিবাদে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে অভিনব বিক্ষোভ কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা প্রেসক্লাব।

“আমি দুপয়সার সাংবাদিক, আমি গর্বিত” এই পোস্টার বুকে নিয়ে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাল উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সমস্ত সাংবাদিক। সাংবাদিকদের উদ্দেশ্যে করা বিরুপ মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

এবার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলে প্রতিবাদ সভা করল উত্তর দিনাজপুর প্রেসক্লাব। জেলার রায়গঞ্জ, ইসলামপুর, কালিয়াগঞ্জ শহরেও সাংবাদিকরাও প্রতিবাদে নামেন। উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক অলিপ মিত্র বলেন, কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র যেভাবে কটূক্তি করে সাংবাদিকদের অপমান করেছেন তার আমরা তীব্র নিন্দা করছি। জেলার সমস্ত সাংবাদিকরা আজ প্রতিবাদ সভা করেছেন। প্রেসক্লাবের সভাপতি অমিত সরকার জানিয়েছেন, অবিলম্বে সাংসদ মহুয়া মৈত্র নিঃশর্ত ক্ষমা না চাইলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দলোনের পথে নামবে প্রেসক্লাবের সদস্যরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here