মথুরাপুরে হাসপাতালের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

আমাদের ভারত, রায়দিঘি, ২৫ নভেম্বর: এলাকার হাসপাতাল দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায় ছিল। স্থানীয়দের দাবিতে অবশেষে দক্ষিন ২৪ পরগনার মথুরাপুরের গিলের ছাট প্রাথমিক হাসপাতালে নতুন ভবন নির্মাণ হয়েছে। কিন্তু ভবন নির্মাণ হলেও এলাকার সাধারন মানুষ সেখান থেকে কোনও পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। তাঁদের দাবি, দ্রুত এই হাসপাতাল থেকে চালু হোক চিকিৎসা পরিষেবা। আর সেই দাবিতেই বুধবার দুপুর দুটো থেকে মথুরাপুর ২ বিডিও অফিসের সামনে রায়দিঘি– ডায়মন্ড হারবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষজন। রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

রাস্তা অবরোধের ফলে এদিন সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। প্রায় দু ঘণ্টা অবরোধের পর অবশ্য অবরোধ তুলে নেন অবরোধকারিরা। তবে তাঁরা জানিয়েছেন, দ্রুত হাসপাতাল চালু না হলে তাঁরা বৃহত্তর আন্দলনে নামবেন। স্বাস্থ্য বাঁচাও কমিটির সভাপতি জগন্নাথ গায়েন বলেন, “দীর্ঘদিন ধরেই আমারা হাসপাতালের অভাবে চিকিৎসা পরিষেবা ঠিক মতো পাচ্ছি না। এক বছরের বেশি সময় হাসপাতালের ভবন তৈরি হয়ে পড়ে আছে। কিন্তু সেখানে পরিষেবা চালু হচ্ছে না। চিকিৎসক, নার্স নেই। দ্রুত এখানে চিকিৎসা পরিষেবা চালু করতে হবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here