কালা দিবস পালন করে পরিবর্তিত শ্রম আইনের প্রতিবাদ পুরুলিয়ার আদ্রায়

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২২ মে: কেন্দ্রীয় সরকারের শ্রম আইন পরিবর্তনের প্রতিবাদে কালা দিবস পালনের মধ্য দিয়ে গর্জে উঠলেন সংগঠিত রেল কর্মচারীরা। এদিন দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা মেন্স কংগ্রেস ২ শাখার ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েম্যান সংগঠনের সদস্যরা কালা দিবস পালন করে পরিবর্তিত শ্রম আইনের প্রতিবাদ করেন।

মেন্স কংগ্রেসের আদ্রা ডিভিশনের কো-অর্ডিনেটর সুব্রত দে’র নেতৃত্বে এদিন কালা দিবস পালন করে ওই সংগঠন। সারা দেশব্যাপী হওয়া এদিনের এই কালা দিবস পালনে সামাজিক দূরত্ব বজায় রেখে অংশ নেন সংগঠনের সদস্যরা। এদিন রেল শহর আদ্রার বেশ কয়েকটি রেল অফিসে এই কালা দিবস পালন করা হয়। যেখানে সংগঠনের নেতৃত্ব উপস্থিত রেল কর্মচারীদের কালা দিবস সম্পর্কে অবগত করেন।

সংগঠনের সম্পাদক অপরূপ চাটার্জি বলেন, সরকার আইন পরিবর্তনের মধ্য দিয়ে শ্রমজীবীদের অধিকার কেড়ে নিতে চাইছে। কাজের সময় ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘন্টা করছে। তাই এই আইন প্রত্যাহার করার দাবি তুলছি আমরা।

শ্রমআইন প্রত্যাহারের দাবি তোলার পাশাপাশি লকডাউন পরিস্থিতিতে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরার একাধিক সমস্যা নিয়েও এদিন প্রতিবাদে এগিয়ে আসেন সংগঠনের রেলের কর্মচারীরা। এদিনের কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সহ সভাপতি অনুপ বাউরি, সহ সম্পাদক আনোয়ার হোসেন ও সংগঠক নারায়ণ রাও। এছাড়াও অংশ নেন সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *