
আমাদের ভারত, মালদা, ৭ আগস্ট: রেশনের স্লিপ না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ শ্রমিকদের। মালদার চাঁচোল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। শ্রমিকদের অভিযোগ, পরিযায়ী হওয়া সত্বেও তাদের সাহায্য দেওয়া হচ্ছে না। সেই স্লিপ অন্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এনিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান পপি দাসের কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলও বিজেপির মালদা জেলার সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, শ্রমিকরা বঞ্চিত হচ্ছে এবং তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা মোটা টাকা কাটমানির বিনিময়ে অন্যদের ওই স্লিপ দিয়ে দিচ্ছে। আমরা এই নিয়ে আন্দোলনে নামবো।
তৃণমূলের মালদা জেলার মুখপাত্র শুভময় বসু বলেন, এটা সঠিক অভিযোগ নয়। মতিহারপুর অনেক বড় গ্রাম। পঞ্চায়েত প্রচুর শ্রমিক রয়েছে। কিছু শ্রমিককে স্লিপ দেওয়া হয়েছে বাকিদেরও দেওয়া হবে। এই সরকার নিজের প্রতিশ্রুতি রাখে।