দশম শ্রেণির পাঠ্যক্রমে ডারউইনের বিবর্তনবাদ ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ

আমাদের ভারত, কলকাতা, ৩ মে: দশম শ্রেণির পাঠ্যক্রমে ডারউইনের বিবর্তনবাদ বাতিলের প্রতিবাদ ও পাঠ্যক্রমে এই অধ্যায় ফিরিয়ে আনার দাবিতে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে পানিহাটিতে এনসিইআরটি’র আঞ্চলিক দফতরে বুধবার বিক্ষোভ দেখানো হয় ও স্মারকলিপিও দেওয়া হয়।

ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কার্যকরী সভাপতি ড: নীলেশ মাইতি এক প্রেস বিবৃতিতে বলেন, সম্প্রতি এনসিইআরটি দশম শ্রেণির পাঠ্যক্রমে বিজ্ঞানের পাঠ্যসূচি থেকে ডারউইনের বিবর্তনবাদ তুলে দেওয়ার কথা বলেছে। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা মনে করি এই সিদ্ধান্ত খুবই ক্ষতিকর।

যেহেতু একাদশ-দ্বাদশে খুবই স্বল্পসংখ্যক ছাত্র বায়োলজিকে পাঠ্য হিসাবে নেয়, তাই সিংহভাগ পড়ুয়াই মৌলিক এই তত্ত্বের সম্মন্ধে জানবে না। অথচ হাজার হাজার বছর ধরে সৃষ্টি রহস্য, জগৎ পরিবর্তন প্রভৃতি নিয়ে যে সব ভ্রান্ত অতিপ্রাকৃত ধারণা আমাদের চিন্তাকে প্রভাবিত করে এসেছে, তার থেকে মুক্ত করে সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে বিবর্তন ও ডারউইনবাদ জানা অতি গুরুত্বপূর্ণ।

বিজ্ঞানের এই মৌলিক আবিষ্কারটির সঙ্গে ছাত্রছাত্রীরা যদি পরিচিত না হয়, তবে তাদের সুসংহত জ্ঞান গড়ে উঠবে না, চিন্তাপ্রক্রিয়া গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে, যুক্তিবোধ ব্যহত হবে।

ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যুগ্ম সহ-সম্পাদক ড: নির্মল দুয়ারি ও শুভ্রপ্রকাশ কাজলী জানান, আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি নিয়েছি। আমরা দাবি করছি অবিলম্বে দশম শ্রেণির পাঠ্যক্রমে ডারউইনের বিবর্তনবাদ ফিরিয়ে আনতে হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here