দশ লক্ষ টাকা বকেয়া বিদ্যুৎ বিলে পাঁচ মাস ধরে অন্ধকারে ডুবে রয়েছে তপনের আইটিআই কলেজ, তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

আমাদের ভারত, বালুরঘাট, ৯ ডিসেম্বর: টানা পাঁচ মাস ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় কলেজে তালা ঝুলিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন আইটিআই কলেজের এমন ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায়। পড়ুয়াদের অভিযোগ, টানা পাঁচ মাস ধরে কলেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় আইটিআই পড়ুয়াদের একাধিক বিষয়ের প্রাকটিক্যাল করার ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার কলেজ কর্তৃপক্ষকে জানালেও কোনও পদক্ষেপ গ্রহণ না করায় এদিন বাধ্য হয়েই আন্দোলনে নামে ছাত্র ছাত্রীরা।

কলেজ সূত্রে জানাগেছে, গত এক বছরে প্রায় ১০ লক্ষ টাকা বিল এসেছে ওই আইটিআই কলেজে। যে টাকা পরিশোধ না করার কারণে বিদুৎ বন্টন কোম্পানীর তরফে সংযোগ কেটে দেওয়া হয় পাঁচ মাস আগে। ছাত্র ছাত্রীদের তরফে একাধিক বার কলেজ কর্তৃপক্ষকে তাদের সমস্যার কথা জানালেও কোনও পদক্ষেপ না নেওয়ায় এদিন আন্দোলনে নামে পড়ুয়ারা। দুপুর একটা থেকে বিকেল পর্যন্ত চলে পড়ুয়াদের তুমুল বিক্ষোভ। চাপে পড়ে পড়ুয়াদের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেওয়া হয় আন্দোলনকারীদের তরফে।

কলেজের অধ্যক্ষ শোভন মন্ডল বলেন, ১০ লক্ষ টাকা বাকি ছিল। তা মেটানো সম্ভব না হওয়ার কারণে সংযোগ কেটে দেয় বিদুৎ দপ্তর। বিদুৎ দপ্তরের আধিকারিকের সাথে সোমবার দেখা করে টাকা মেটাতে গিয়েছিলাম। তবে তিনি না থাকার কারণে বিল দেওয়া সম্ভব হয় লনি। মঙ্গলবারে টাকা পরিশোধ করে দেব।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here