নথি দিয়ে প্রমাণ করুন ক্ষমা চেয়েছিলেন তাঁর দাদু, রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ বীর সাভারকারের নাতির, মানহানির মামলার হুমকি

আমাদের ভারত, ২৮ মার্চ: “আমি গান্ধী, সাভারকার নই, ক্ষমা চাইবো না।” রাহুল গান্ধীর এই মন্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। বিনায়ক দামোদর সাভারকারের নাতি এবার রাহুলকে চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন ক্ষমতা থাকলে প্রমাণ করুন যে বীর সাভারকার ইংরেজদের কাছে ক্ষমা চেয়েছিলেন। উল্টে তাঁর দাবি, রাহুল সুপ্রিম কোর্টে দুবার ক্ষমা চেয়েছেন।

সাভারকারের নাতি জানিয়ে দিয়েছেন, তিনিও রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। এআইসিসি সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে সাভারকারকে নিয়ে এই মন্তব্যটি করেছিলেন রাহুল গান্ধী। প্রাক্তন কংগ্রেস সভাপতির সেই মন্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। সাভারকারের প্রতি অপমানজনক এই মন্তব্যের জন্য মহারাষ্ট্রের বিজেপি সাংসদরা ইতিমধ্যেই রাহুল গান্ধীর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন সংসদে। কংগ্রেসের জোট সঙ্গী থাকা কালে উদ্ধব ঠাকরে কংগ্রেস নেতাকে এই ধরনের মন্তব্য থেকে বিতর্ক থাকার সতর্কবার্তা দিয়েছেন।

কিন্তু এবার রাহুলের বিরুদ্ধে মাঠে নেমেছে খোদ সাভারকারের পরিবার। রাহুলকে কাঠগড়ায় তুলেছেন বীর সাভারকারের নাতি রনজিত সাভারকার। সরাসরি প্রাক্তন কংগ্রেস সভাপতিকে চ্যালেঞ্জ করে তিনি বলেছেন, “রাহুল বলেছেন উনি ক্ষমা চাইবেন না, কারণ উনি সাভারকার নন। আমি ওনাকে চ্যালেঞ্জ করছি এমন কোনো নথি এনে দেখান, যাতে প্রমাণ হয় সাভারকার ক্ষমা চেয়েছিলেন, বরং তিনি নিজেই সুপ্রিমকোর্টে একাধিকবার ক্ষমা চেয়েছেন। রাহুল যেটা করছেন সেটা শিশুসুলভ। দেশপ্রেমীদের নাম নিয়ে রাজনীতি করাটা দুঃখজনক। আমি রাহুলের বিরুদ্ধে মামহানির মামলা করব।”

সাভারকারকে রাহুল যে প্রথমবার তোপ দেখেছেন তা নয়, তবে এত প্রবলভাবে সম্ভবত প্রথমবার। কংগ্রেস বরাবর অভিযোগ করে বিনায়ক সাভারকার স্বাধীনতা সংগ্রাম চলাকালীন জেল থেকে মুক্তি পেতে একাধিকবার ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু বিজেপি বরাবর বলে আসছে সাভারকারের ওই চিঠি মোটেই ক্ষমা প্রার্থনা ছিল না। তিনি বন্দি হিসেবে নিজেদের অধিকারটুকু চেয়েছিলেন শুধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *