সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৫ জুলাই: পথ দুর্ঘটনা ঠেকাতে এবং করোনা সংক্রমন রুখতে জনসচেতনতামূলক অভিযান করল পুরুলিয়া জেলা পুলিশ। কোভিড সংক্রমণ রুখতে গ্রামে গ্রামে শিবির করে আচার আচরণ, বিধি নিষেধ, বাল্য বিবাহের কুফল সম্পর্কে সতর্ক করল বাসিন্দাদের।
রবিবার, এই অভিযান আরও বেশি করে লক্ষ্য করা গিয়েছে জেলা জুড়ে। জয়পুর, বাঘমুন্ডিতে করোনা আবহে মাস্ক পরা, স্বাস্থ্য বিধি মেনে চলা ও যান চলাচলে সাবধানতা অবলম্বনের পরামর্শমূলক একটি অভিযান চালায় পুলিশ। স্থানীয় থানার ব্যবস্থাপনায় পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের একটি পদযাত্রাও সমাবেশ অনুষ্ঠিত হয়। ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয় ওই সমাবেশ থেকে। যান চলাচলে গতি নিয়ন্ত্রণ করতে পুরুলিয়া মফঃস্বল থানার ৬০ এ পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়ক ও ঝালদায় স্পিড লেজার গান যন্ত্র দিয়ে যাতায়াত করা গাড়ির গতি লক্ষ্য রাখা হয়।