
আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: স্টেট ব্যাংকের হাওড়া ডিভিশনের আঞ্চলিক শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শাখার স্টেট ব্যাংক সভাগৃহে। বিশেষ চাহিদা সম্পন্ন দুজন শিশু কিশোরকে ট্রাইসাইকেল উপহার দিয়ে তাদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিলেন সংস্থার কর্মকর্তাগণ। পাশাপাশি জঙ্গলমহলের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের ছাত্রাবাসের তফশিলি জাতি ও উপজাতি ছাত্রদের স্টিলের থালা, বাটি ও গ্লাস তুলে দেন সংগঠনের নেতৃত্ব। ব্যাংকের কর্মী তথা সংগঠনের দায়িত্বপ্রাপ্ত অসীম বোস জানান, প্রতি বছর সাধারণ সভায় আমরা সামাজিক দায়বদ্ধতা ও জনসচেতনতা কর্মসূচি পালন করি। এবার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হুইল চেয়ার দিতে পেরে খুব ভালো লাগছে। আগেও আমরা এ ধরনের কর্মসূচি পালন করেছি।