সাতসকালে প্রাকৃতিক ঝঞ্ঝা, জনজীবন বিপর্যস্ত পুরুলিয়ায়

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৩০ জানুয়ারি: সকাল থেকেই পুরুলিয়া জেলা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। ঘন কুয়াশা দোসর হওয়ায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে রাস্তা শুনশান দেখা যাচ্ছে। প্রাকৃতিক এই ঝঞ্ঝাতে ঝুঁকি নিয়ে বাড়ির বাইরে জরুরি কাজ ছাড়া বেরোচ্ছেন না পুরুলিয়াবাসি। বাগদেবীর আরাধনার মধ্যে প্রকৃতির এই বিরূপ আচরণকে মেনে নিতে পারছেন না শিক্ষার্থী, ব্রতী ও পুজোর আয়োজকরা।

অন্যদিকে, শীতের শেষে এই প্রাকৃতিক পরিবেশকে স্বাগত জানিয়েছেন আড্ডা প্রিয় পুরুলিয়ার বাঙালিরা। সকাল থেকে চায়ের কাপে চুমুক দিয়ে রাজনৈতিক বিশ্লেষণ, ক্রিকেট আর পরচর্চায় মজেছেন বিজ্ঞজনরা। জেলা থেকে জাতীয় স্তর সব জায়গাতে চর্চায় অবাধে প্রবেশ, বৃষ্টির মধ্যেই সরগরম আড্ডাস্থল।

পুরুলিয়া শহরের একটু বাইরে বেরিয়ে দেখা গিয়েছে পার্বত্য এলাকার চেনা ছবি। অযোধ্যা পাহাড় ঢেকে গিয়েছে মেঘ বৃষ্টি আর কুয়াশায়। প্রকৃতির এই দৃশ্য উপভোগ করতে অবশ্য আজ দেখা যায়নি কোনও প্রকৃতি প্রেমিকে। এই ক্ষেত্রে অবশ্য প্রকৃতি আজকের হিরো।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here