বেলদাতে পুলিশের জনসংযোগ কর্মসূচি 

আমাদের ভারত, মেদিনীপুর, ১ ফেব্রুয়ারি: সামাজিক বন্ধন সুদৃঢ় করতে জনসংযোগ কর্মসূচি নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। শনিবার বেলদা থানার ষোল নম্বর হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের রাধানগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে ওই পঞ্চায়েত এলাকার হাজার খানেক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান থেকে এদিন ১০০ জন শিশুকে খাতা রং পেন্সিল, পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০০ জন এবং একাদশ ও  দ্বাদশ শ্রেণির ১৫ জন ছাত্র-ছাত্রীকে ডিক্সনারি দেওয়া হয়েছে। এছাড়াও ১০০ জন পুরুষকে লুঙ্গি ও ৫০ জন মহিলাকে শাড়ি বিলি করা হয়। কৃষকদের মধ্যে ২০ জনকে কোদাল এবং ২ জন সিভিক ভলান্টিয়ারের হাতে সাইকেল ও টর্চ লাইট তুলে দেন পুলিশ প্রশাসনের আধিকারিক ও অতিথিরা। পুলিশের পক্ষ থেকে এদিন উপস্থিত সকলকে খিচুড়ি ও মিষ্টি খাওয়ানো হয়েছে।

খাবার পরিবেশন করেন বেলদার মহকুমা পুলিশ আধিকারিক সুমন কান্তি ঘোষ, বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম মাইতি ও জোড়াগেড়িয়া ফাঁড়ির আধিকারিক অঞ্জনি কুমার তিওয়ারি নিজ হাতে বালতি ও হাতা দিয়ে খিচুড়ি ও পরে মিষ্টি পরিবেশন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজি সামসুদ্দিন আহমেদ, বেলদার এসডিপিও সুমনকান্তি ঘোষ, বেলদা সার্কেল ইন্সপেক্টর শান্তনু বাসু, বেলদা থানার ওসি গৌতম মাইতি ও নারায়ণগড়ের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here