
সাথী দাস, পুরুলিয়া, ২ জুন: জনগণের মঙ্গল কামনায় বাবা লোকনাথের তিরোধান উপলক্ষ্যে পূজার্চনা হয়ে গেল পুরুলিয়ার আদ্রায়। তিরোধান দিবস উপলক্ষ্যে রেল শহর আদ্রার বাবা লোকনাথ সেবাশ্রমে পূজার পর প্রতিবছরের মত এবার অবশ্য হোম যজ্ঞ স্থগিত রাখা হয়। কিছু সংখ্যক ক্ষুধার্থ মানুষের জন্য প্রসাদ হিসেবে খিচুড়ি, সবজি, পায়েস বিতরণ করেন আয়োজকরা। সামাজিক দূরত্ব বজায় রেখে আসামে প্রসাদ বিতরণ করা হয়।
৯ বছর আগে বাবা লোকনাথ সেবাশ্রমটি আদ্রায় স্থাপিত হয়। আদ্রা ছাড়াও কাছাকাছি গ্রামের কয়েক হাজার ভক্ত এই দিনে উপস্থিত হন এবং পূজা অনুষ্ঠানে যোগ দেন। বিভিন্ন এলাকার বহু সমাজসেবি, বাবা লোকনাথের ভক্ত জনেরা চাল, ডাল, সবজি এবং আর্থিক সাহায্য দিয়ে মন্দির কমিটির পাশে থাকেন। বর্তমান পরিস্থিতিতে মন্দির কমিটি এবার অনুষ্ঠান বাতিল করেন।
কমিটির পক্ষে রঞ্জন ব্যানার্জি জানান,’করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন পঞ্চম দফায় পড়েছে। এতে কিছুটা দেশবাসীর স্বস্তি হলেও রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী মন্দির, মসজিদ, গির্জায় একসঙ্গে ১০ জনের বেশি মানুষের উপস্থিতি নিষিদ্ধ। সরকারি নির্দেশ ও এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে, এবার বাবা লোকনাথের তিরোধান দিবসে আগের মত আয়োজন করা হয়নি। নিত্য দিনের মতো পূজা অর্চনা করা হল।’