
আমাদের ভারত,৭ মার্চ:পুলওয়ামা হামলায় জড়িত থাকার অভিযোগে আরো দুই যুবককে গ্রেফতার করা হয়েছে কাশ্মীর থেকে। ওই দুই যুবককে জেরা করে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের জেরায় ধৃত বছর ১৯-র ওয়াইজ-উল-ইসলাম জানিয়েছে পুলওয়ামা হামলার আইইডি তৈরীর জন্য প্রয়োজনীয় মালমশলা কেনা হয়েছিল অনলাইন শপিং কোম্পানি আমাজন থেকে।
ওয়াইজের সঙ্গে গ্রেফতার করা হয়েছে বছর ৩২র আব্বাস রাথারকে। এই নিয়ে পুলওয়ামা কান্ডে এখনো পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়াইজ বলেছে রাসায়নিক ছাড়াও ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম সে অনলাইন থেকেই কিনেছিল এক পাক জঙ্গির নির্দেশে। ওয়াইজ অনলাইনে সমস্ত জিনিস কেনার পর সেগুলো জৈশের আরেক জঙ্গির হাতে তুলে দেয়।
ধৃত রাথার জৈশের পুরনো জঙ্গি। সেই জৈশের জঙ্গি ও আইইডি বিশেষজ্ঞ মহম্মদ উমরকে আশ্রয় দিয়েছিল। ২০১৮ সালের মে মাসে কাশ্মীরে এসেছিল উমর। এছাড়াও পুলওয়ামা হামলার অন্যতম চক্রি আদিল, সামির আহমেদ দার ও কামরান নামে এক পাক নাগরিককেও রাথার আশ্রয় দিয়েছিল নিজের বাড়িতে।
গত ১৪ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় মৃত্যু হয়েছিল সিআরপিএফের ৪০ জাওয়ানের। পুলওয়ামা হামলার পর ঘটনার মূল চক্রী আদিল দারের একটি ভিডিও পাকিস্তান থেকে প্রকাশ করা হয়। সেখানে দেখা যাচ্ছে ওই ভিডিওটি তোলা হয়েছিল তারিক আহমেদ শাহের বাড়িতে। এই তারিক শাহ ও তার মেয়ে ইনশা জানকেই গত সপ্তাহে গ্রেফতার করেছে পুলিশ।