
সাথী দাস, পুরুলিয়া, ২ জুন: কালবৈশাখী ঝড়ের প্রভাবে বেশ কয়েকদিন ধরেই নেই বিদ্যুৎ। প্রশাসনের কাছে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। তাই এবার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় চলে অবরোধ বিক্ষোভ। এদিন পুরুলিয়ার মফস্বল থানার গোলকুন্ডা এলাকায় এই অবরোধ বিক্ষোভ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
এলাকাবাসীর অভিযোগ, গত বুধবার কালবৈশাখী ঝড়ের প্রভাবে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এলাকায়। ভেঙ্গে পড়ে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি। তারপর থেকে একেবারেই বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা এলাকা। টানা ৬ দিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা। এই বিষয়ে স্থানীয় বিদ্যুৎ দফতরে জানানো হলেও কোনও লাভ হয়নি বলে দাবি অবরোধকারীদের। তাই এলাকাবাসীরা এক জোট হয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে পথ অবরোধে করেন বলে জানান তাঁরা।
অবরোধের জেরে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে বেশ কয়েকঘন্টা যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়ে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়ে বহু মালবাহী ও যাত্রীবাহী গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়ার মফস্বল থানার পুলিশ। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। স্বাভাবিক হয় যান চলাচল।