সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৫ জুন: ৪৫ বছর আগের কেন্দ্রের জরুরি অবস্থার প্রতিবাদ জানিয়ে দলীয় দুই সাংসদের নেতৃত্বে কালা দিবস পালন করল পুরুলিয়া জেলা বিজেপি। বৃহস্পতিবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ রাজ্য বিজেপির সহ-সভাপতি ডঃ সুভাষ সরকার ও পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো কালো ব্যাজ লাগিয়ে দলীয় কর্মসূচির কথা তুলে ধরেন। ডঃ সুভাষ সরকার বলেন, ৪৫ বছর আগে আজকের দিনে জরুরি অবস্থা জারি হয়েছিল। ওই সময় বামফ্রন্টও ইঁদুরের গর্তে ঢুকে বসেছিল। কোনও প্রতিবাদ জানায়নি তারা। দিনটির কথা মনে রেখে সমাজকে জাগ্রত রাখা এর উদ্দেশ্য বলে জানান বাঁকুড়ার সাংসদ।
জেলার অন্যান্য স্থানের সঙ্গে বিজেপির কালাদিবস পালিত হল বাঘমুন্ডি বিধান সভায় এলাকাতেও। ‘১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করে বিরোধীদের জেলে পুরেছিলেন। বাদ যাননি অটল বিহারি বাজপেয়ীজি। সেই দিন থেকে আমরা এই দিনটি কালা দিবস হিসাবে পালন করে আসছি’ বলে জানান পুরুলিয়া জেলা বিজেপি সাধারণ সম্পদক শঙ্কর মাহাতো। তিনি অভিযোগ করে বলেন, ‘ঠিক ওই ভাবেই রাজ্যের তৃণমূল সরকার বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় জেলে পুরছে। তাই, বাঘমুন্ডি বিধান সভার মিথ্যা মামলায় জেলখাটা ৪৭ জন কর্মীকে সংবর্ধনা দিয়ে কালা দিবস পালন করা হল।