বাড়ি ফেরা পরিযায়ী শ্রমিকদের কাজের সুযোগ করে দেবে পুরুলিয়া জেলা প্রশাসন

সাথী দাস, পুরুলিয়া, ৬ জুন: জেলায় ফেরা পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের উপায় খুঁজল পুরুলিয়া জেলা প্রশাসন। শনিবার সেই উপায়ের কথা বললেন জেলাশাসক রাহুল মজুমদার।

‘কোভিড ১৯ পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের দিতে হবে কাজ। তাঁদের যোগ্যতা অনুসারে তাঁরাই নির্মাণ করবেন শৌচাগার, কাজ করবেন মাটির সৃষ্টি প্রকল্পে, ১০০দিনের কাজে, কৃষি ক্ষেত্রে। এছাড়াও তাঁদের যোগ্যতা অনুসারে ব্যবসা শুরুর ক্ষেত্রে ব্যবস্থা করা হবে ঋণের। ১৪ দিনের কোয়ারেন্টাইনের পর তাঁদের হাতে তুলে দেওয়া হবে জব কার্ড। ‘পুরুলিয়ার পুনর্গঠন’ শীর্ষক একটি অনুষ্ঠানে এই ভাবে প্রশাসনের লক্ষ্যের কথা তুলে ধরেন জেলা শাসক। বর্তমান পরিস্থিতিতে জেলার অর্থনীতিকে নতুন করে তুলে ধরার রূপরেখা আজ তুলে ধরা হল রবীন্দ্র ভবনের ওই বিশেষ বৈঠকে বলে দাবি প্রশাসনের।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা স্তরের আধিকারিকরা,
বিডিও, জিপি ট্যাগড ব্লক স্তরের আধিকারিকরাও। আগামী দিনে মাটির সৃষ্টি প্রকল্প, রেশন ব্যবস্থা জেলার সব মানুষের উপযোগী করে তোলা ও পরিযায়ী শ্রমিকদের জীবন নির্বাহের পথ আরো সরল করার বাস্তব পদক্ষেপ কী হতে পারে তা নিয়েও আলোচনা হয়। আগামী দিনে বাংলার আবাস যোজনা, কিষাণ ক্রেডিট কার্ডের কাজ কিভাবে এগোবে সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়। আধিকারিকরা নিজেরাই পারেন প্রতিদিন ৫টি করে ফোন করে পেনশন প্রাপকদের সঙ্গে কথা বলতে। তাদের সুবিধে অসুবিধের কথা জানতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *