১৩৬টি প্রদীপ জ্বালিয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন পুরুলিয়া জেলা কংগ্রেসের

সাথী দাস, পুরুলিয়া, ডিসেম্বর: ১৩৬টি প্রদীপ প্রজ্বলন করে দলের প্রতিষ্ঠা দিবস পালন করল পুরুলিয়া জেলা কংগ্রেস। ১৩৬ তম প্রতিষ্ঠা দিবসে আজ পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে একটি অনুষ্ঠান আয়োজন করেছিল। সেখানে দলের অতীত দিনের সর্ব ভারতীয় নেতাদের ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধানসভার বিরোধী ডেপুটি স্পিকার নেপাল মাহাতো। তাঁর সঙ্গে প্রদীপ প্রজ্বলন ও শ্রদ্ধানুষ্ঠানে অংশ নেন অন্যান্য জেলা নেতৃত্ব।

প্রতিষ্ঠাকাল থেকে দলের কৃতিত্ব বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন জেলা সহ সভাপতি উত্তম ব্যানার্জি। দেশের বর্তমান কেন্দ্র সরকারের নীতির কঠোরভাবে সমালোচনা করেন জেলা সভাপতি। উন্নত এবং সম্প্রীতির ভারত গড়তে কংগ্রেসের বিকল্প কোনও দল নেই বলে দাবি করেন তিনি। এদিন দলীয় এই অনুষ্ঠানে যোগ দেন প্রদেশ কংগ্রেস নেতা পার্থ প্রতীম ব্যানার্জি সহ অন্যান্য জেলা নেতৃত্ব।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here