
সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৯ মার্চ: কোভিড ১৯ বা করোনা ভাইরাস সম্পর্কে ও সারা বিশ্বে এর প্রভাব জানতেন না ওঁরা। জানতে চানও না। ওঁরা রাস্তায় দিন গুজরান করেন। গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত সব কালেই পথচারীদের দেওয়া খাবার খেয়ে জীবন ধারণ করেন। পুরুলিয়া শহরের এই সব ভবঘুরে এবং পথবাসীকে বুঝিয়ে নিরাপদ আশ্রয়ে রাখল পুরুলিয়া পুরসভা। পুরুলিয়ার এমএসএ ইণ্ডোর স্টেডিয়ামের বিশাল কক্ষে ঠাঁই হল মহিলা সহ ১৫ জন ভবঘুরের। এই বিশেষ অভিযান চলল রবিবার।
স্থানীয় উপপৌরপ্রধান বৈদ্যনাথ মণ্ডল, কাউন্সিলার সোহেল দাদ খান সহ একটি দল সারা শহর খুঁজে বেড়ালেন। টোটোতে করে ওই সব মানুষগুলোকে সংরক্ষিত ওই স্থানে রাখা হয়। পুরুলিয়া স্টেশন লাগোয়া ডাকবাংলো মাঠে নাছোড় বাঁধা বেশ কয়েক জন ভবঘুরে কিছুতেই ওই নিরাপদ আশ্রয়ে যেতে চাইছিলেন না। বিভিন্ন ভাবে বুঝিয়ে শেষ পর্যন্ত রাজি হন তাঁরা। ইণ্ডোর স্টেডিয়ামের বিশাল ওই বিশেষ কক্ষে থাকা ভবঘুরেদের জন্য খাওয়া দাওয়া ছাড়াও সব রকমের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয় পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে। স্বাস্থ্য আচরণ বিধি মেনে চলার জন্য নজরদারি রাখা হচ্ছে বলে জানালেন পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান শামিম দাদ খান। তিনি জানান, সরকারি ভাবে করোনা ভাইরাসের সংক্রমন রুখতে নানা ভাবে প্রচার চালানো হলেও এই সব ভবঘুরেরা তা জানতেন না। আমরা চাই এই সব মানুষও সুস্থ জীবন যাপন করুন।