সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১৬ জুন: একই পঞ্চায়েত এলাকা থেকে দুই বিজেপি সদস্য দলে যোগ দেওয়ার পর দিনই সাংসদের বুথ থেকে জয়ী হওয়া পঞ্চায়েত সদস্যাকে নিজেদের শিবিরে এনে বিজেপির উপর চাপ সৃষ্টি করল তৃণমূল। মঙ্গলবার, বাঘমুন্ডি বিধানসভার অন্তর্গত পুস্তি গ্রাম পঞ্চায়েতে কুদলং সংসদের বিজেপির নির্বাচিত সদস্যা দিপালী কুইরি ছাড়াও গোসাঁইডি সংসদ থেকে বিজেপির নির্বাচিত সদস্য ভুবন মাহাতো সহ তাঁদের সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন বাঘমুন্ডি বাড়েরিয়া গ্রামে দলীয় কার্যালয়ে তাঁদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ সহ সভাপতি তথা জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় এবং যুব তৃণমূল জেলা সভাপতি সুশান্ত মাহাতো।
দিপালী কুইরি পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর বুথ থেকে নির্বাচিত হয়েছিলেন। আজকের দলবদলের পর পুস্তি পঞ্চায়েতে বিজেপির চারটি আসন থেকে কমে দাঁড়ানো একটিতে। তৃণমূলের হল চারটি আসন। কংগ্রেস ৪, নির্দল ১, ফরওয়ার্ড ব্লক ১ এবং সিপিএম ১টি। জেলা সভাধিপতি জানান, সাংসদ এবং বিজেপির উপর হতাশ হয়েই দল ছাড়ছেন নির্বাচিত সদস্য ও কর্মী সমর্থকরা। বিশ্ব মহামারির সময়ে সাংসদ বা বিজেপির জেলা নেতাদের কাছে পাননি এঁরা। এছাড়া সেরকম যোগাযোগ রাখেননি তাঁরা। এই জায়গা থেকে আমাদের উপর আস্থা বুঝতে পেরেই তৃণমূলে যোগ দেন বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা।