
সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৩ মার্চ: পুরুলিয়া জেলায় কোভিড ১৯ মোকাবিলায় নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা দিলেন জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়ার এই সাংসদ জেলাশাসককে লিখিতভাবে এই মর্মে আর্জি জানান সোমবার। তার আগে জেলাশাসক ও জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের সঙ্গে টেলিফোনে কথা বলেন সাংসদ জ্যোতির্ময়। করোনার প্রাদুর্ভাব নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন জেলাপ্রশাসনের কাছে। আর এই ভয়ংকর পরিস্থিতিতে জেলাবাসীর পাশে থাকার চেষ্টা করেন সাংসদ। জেলাবাসীর সুস্থতা কামনা করে তিনি জানান,‘তহবিলের অর্থ করোনা ভাইরাসের মোকাবিলায় খরচের জন্য জেলাপ্রশাসনের কাছে জানিয়েছি। প্রয়োজনে আরও অর্থ বরাদ্দ করার আশ্বাস দিয়েছি।’