হাওড়ায় স্টেডিয়ামে চালু হল কোয়ারেন্টাইন সেন্টার

আমাদের ভারত, হাওড়া, ১৮ মার্চ: করোনা ভাইরাসের মোকাবিলায় স্টেডিয়ামে চালু হল কোয়ারেন্টাইন সেন্টার।
হাওড়ার ডুমুড়জলা ইন্ডোর স্টেডিয়ামে এই কোয়ারেন্টাইন সেন্টার চলু হল। আপাতত সেখানে একশ দশটি শয্যা থাকবে। প্রয়োজনে শয্যা সংখ্যা বাড়িয়ে চারশোটি করা হবে। থাকবে চিকিত্সক ও মেডিক্যাল স্টাফ।

হাওড়া পুরসভার স্বাস্থ্য বিভাগের নজরদাবিতে এই সেন্টারটি চলবে বলে জানা গিয়েছে। এ সম্পর্কে এক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, এখানে কোনও করোনা আক্রান্তদের চিকিত্সা হবে না। এখানে যাদের পরিবারের কোনও সদস্য করোনা আক্রান্ত হবে সে বাদে পরিবারের বাকি সদস্যদের এখানে রাখা হবে। বিশেষ নজরদারির মধ্যে তাঁদের এখানে চৌদ্দদিন রাখা হবে। যদি কেউ তাঁদের মধ্যে করোনা আক্রান্ত হন তাহলে তাঁদের পাঠানো হবে সত্যবালা আইডি কিংবা অন্য হাসপাতালে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here