পুলিশের ট্যাবলো গাড়িতে জনতার রবীন্দ্র প্রণাম

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৮ মে: লালগড় থানার পুলিশ আজ শুক্রবার সকালে লালগড় সহ পাশাপাশি বেশ কয়েকটি গ্রামে রবীন্দ্র ট্যাবলো গাড়ি হাজির করে বিশ্ব কবিকে শ্রদ্ধা জানাতে এলাকাবাসীদের সহযোগিতা করেছেন। লকডাউন পরিস্থিতিতে সমগ্র দেশ কার্যত অবরুদ্ধ হয়ে হয়ে পড়লেও বাঙালীর মনে প্রাণে অক্ষয় অটুট রয়েছে রবীন্দ্র ভাবাবেগ। রবীন্দ্র অনুরাগে ভাটা পড়েনি এতটুকুও।

লকডাউন পর্বে স্কুল অফিস ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক ক্ষেত্রেই এবার রবী ঠাকুরের ১৬৯ তম জন্মবার্ষিকী পালনের আয়োজন তেমন ভাবে সম্ভব হয়নি। তাই বিশ্বকবির ট্যাবলো গাড়ি নিয়ে পুলিশ লালগড়  বাজার এলাকা সহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে গিয়ে সাধারণ মানুষকে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেন। ভ্রাম্যমান ট্যাবলো গাড়িতে সাজানো রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে ফুল, মালা, চন্দন দিয়ে এলাকার বাসিন্দারা কবি প্রণাম জানান। পুলিশের এই মহতী উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *