কট্টরপন্থী হিন্দু নেতা দেবদত্ত মাজি যোগ দিলেন বিজেপিতে

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৪ জানুয়ারি:
হিন্দু সংগঠন সিংহবাহিনীর সভাপতি দেবদত্ত মাজি যোগ দিলেন বিজেপিতে। সোমবার বিজেপির অফিসে তিনি পদ্মশিবিরে যোগদান করেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন বিকেলে, দেবদত্ত মাঝি ছাড়াও সিংহবাহিনীর অনেক নেতাই বিজেপিতে যোগদান করেছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের সব প্রান্তেই এই সংগঠনের নেতা নেত্রীরা আজ বিজেপিতে যোগদান করেছেন বলে জানিয়েছেন দেবদত্ত মাজি।

তাঁকে দলে পেয়ে রাজ্য বিজেপির লাভ হবে বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন আরো একটি হিন্দু সংগঠনের থেকে আকাশ মহারাজ বিজেপিতে যোগদান করছেন। তার হাতেও দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, সবার জন্যই বিজেপির দরজা খোলা। যারাই মনে করবেন পৃথিবীর সবথেকে বড় পার্টিতে কাজ করবেন তাদের সবাইকেই স্বাগত। বিজেপি যোগ্যতা অনুযায়ী তাদের কাজ দেবে বলে জানান দিলীপ ঘোষ।

এছাড়াও আজ কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা সুবীর কুমার ঘোষ বিজেপিতে যোগদান করেছেন। বিশিষ্ট লেখিকা লক্ষ্মী মিশ্রও দিলীপ ঘোষের হাত ধরে আজ পদ্ম শিবিরে যোগদান করলেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here