নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ এপ্রিল:
চাল চোর তৃণমূল কংগ্রেস বলে রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন রাহুল সিনহা। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক বৃহস্পতিবার কলকাতায় বলেন, রাজ্যের শাসক দল রেশন চোর তৃণমূল কংগ্রেস। নিজেরা ত্রাণের চাল চুরি করছে। নিজেরা ক্ষুদার্থ মানুষের মুখে খাবার তুলে দেবে না আর যদি বিজেপি তুলে দিতে চায় সেখানে পুলিশকে দিয়ে বাধা দিচ্ছে বলে অভিযোগ রাহুল সিনহার।
তিনি বলেন, কয়েকদিন আগে উত্তরবঙ্গে দলের সাংসদ জন বার্লাকে ত্রাণ দিতে দেয়নি রাজ্যের শাসক দল। এবার হিলিতে ত্রাণ বিলি করার সময় বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে বাধা দিয়েছে রাজ্যের পুলিশ। নিজেরা চাল চুরি করে মানুষের মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছে। উল্টে খাবার যারা তুলে দিচ্ছে তাদেরও বাধা দিচ্ছে রাজ্যের শাসক দল। এমন সরকারের ভূমিকা মানুষ সবটাই দেখছেন। মানুষ আগামী দিনে এর যোগ্য জবাব দেবেন বলে রাজ্যের শাসক দলকে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।