এনআরসি নিয়ে ভারতীয় মুসলিমদের মধ্যে কোনও আতঙ্ক নেই, বললেন রাহুল সিনহা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১০ ডিসেম্বর:
এনআরসি নিয়ে ভারতীয় মুসলিম সমাজের মধ্যে কোনও আতঙ্ক নেই বলে জানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন, ভারতীয় মুসলিমরা অনেকেই এনআরসির পক্ষে। তবে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরাই এ রাজ্যে এনআরসি হলে সমস্যায় পড়বেন। আর বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের এ রাজ্যে বর্তমানে মদত দিচ্ছে তৃণমূল। কেন না তাদের ভোটেই রাজ্যের শাসক দল ক্ষমতায় রয়েছে বলে জানান রাহুল সিনহা। তবে বিজেপি তার নির্বাচনি প্রতিশ্রুতি সবসময় রাখবে বলে জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।

তিনি আরও বলেন, কয়েকদিন আগেও তৃণমূল শরণার্থীদের ভুল বুঝিয়েছিল। রাজ্যের শাসক দল বাঙালি আবেগ তুলে নিজেরা ফের মসনদে বসার পরিকল্পনা করেছিল। তবে তৃণমূলের এই রাজনীতি সবাই বুঝে ফেলেছে। আর তাই তৃণমূল এনআরসি নিয়ে বর্তমানে রাজ্যের হিন্দু শরণার্থীদের মনে ব্যাকফুটে চলে গিয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ভারতীয় মুসলিমরাও তৃণমূল সহ বাম ও কংগ্রেসের রাজনীতি বুঝতে পারছে বলে দাবি করেন রাহুল সিনহা। এনআরসি হলে তৃণমূল সহ সবার ভোট ব্যাঙ্কে হাত পড়বে। তাই ভোটের কথা মাথায় রেখে রাজ্যের শাসক দল এনআরসির বিরুদ্ধে রাস্তায় নামা শুরু করেছে। তবে তৃণমূল যত এনআরসি নিয়ে রাস্তায় নামবে ততই বিজেপির লাভ হবে বলে মনে করেন রাহুল সিনহা। পাশাপাশি বাংলাদেশ থেকে আসা সকল শরণার্থীদের নাগরিকত্ব পাওয়া নিয়ে কোনও সমস্যা হবে না বলে জানান রাহুল সিনহা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here