পার্কসার্কাসের আন্দোলনকারীদের বাংলাদেশি অনুপ্রবেশকারীর তকমা দিলেন রাহুল সিনহা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ জানুয়ারি:
পার্কসার্কাসে আন্দোলনকারিদের বাংলাদেশি বলে চিহ্নিত করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। রবিবার দলের রাজ্য সদর দফতরে তিনি বলেন, সংশোধিত নাগরিক পঞ্জির বিরোধিতা চলছে কলকাতার পার্কসার্কাসে। কয়েকজন বাংলাদেশি মুসলিস এই আইনের বিরোধিতা করে ধর্নায় বসেছেন। দেশের জাতীয় পতাকার আড়ালে নিজেদের মুখ ঢাকছেন। তবে তারা বেশিদিন মুখ বাঁচাতে পারবে না বলে জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। পার্কসার্কাসে কারা সংশোধিত নাগরিক পঞ্জির বিরুদ্ধে আন্দোলন করছে তা আমরা দেখছি।

দেশের বিভিন্ন প্রান্তে কয়েকজন টুপি পড়া মানুষ ভারত বিরোধি কথা বলছে। আর এর থেকেই প্রমাণিত হয় পার্কসার্কাস সহ দিল্লিতে কারা কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছে। কিন্তু বর্তমান সময়ে দেশবিরোধী আন্দোলন করে পার পাওয়া যাবে না বলেও হুঙ্কার ছাড়েন রাহুল সিনহা। তিনি বলেন, দেশে সংশোধিত নাগরিক আইন পাশ হয়ে গিয়েছে। রাস্তায় বা ময়দানে ধর্না দিলে আইন বাদ দেওয়া যায় না। তাই আমি বলবো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারিদের অবিলম্বে চিহ্নিতকরণ করতে। তারপর তাদের বাংলাদেশে ফেরৎ পাঠিয়ে রাজ্য তথা দেশকে সুরক্ষিত করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *