তৃণমূলের “বঙ্গধ্বনি যাত্রা” কর্মসূচি শুরু রায়গঞ্জ বিধানসভায়

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১১ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি “বঙ্গধ্বনি যাত্রা” সারা রাজ্যের সঙ্গে আজ থেকে শুরু হল রায়গঞ্জ বিধানসভাতেও। শুক্রবার রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আকারে এর সূচনা করেন জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার তথা রায়গঞ্জ বিধানসভার তৃণমূল কো-অর্ডিনেটর, রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ সহ শীর্ষ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আর অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। এই বর্ণাঢ্য শোভাযাত্রা রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে এসে শেষ হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক দশকের বিভিন্ন উন্নয়নমুখী কর্মসূচি একটি রিপোর্ট কার্ডের মাধ্যমে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূল কর্মীরা মানুষের কাছে তুলে ধরবেন। আজ থেকে শুরু হল এই কর্মসূচি। চলবে টানা ১০ দিন ধরে। প্রত্যেকটি বিধানসভা ছাড়াও ব্লক স্তর, পঞ্চায়েত স্তরে এই ধরনের কর্মসূচি চলবে। তারই আনুষ্ঠানিক উদ্বোধন করা হল আজ। রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রের তৃণমূল কংগ্রেসের এই বর্নাঢ্য মিছিলে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here