এক অনাথ শিশুকে জেলা শিশু কল্যাণ সমিতির হাতে তুলে দিল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ মার্চ: এক অনাথ শিশুকে জেলা শিশু কল্যাণ সমিতির হাতে তুলে দিল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে সরকারি সমস্ত নিয়মবিধি মেনে শিশুকন্যাটিকে শিশু কল্যাণ সমিতির প্রতিনিধিদের হেফাজতে দেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানাগেছে, গত ফেব্রয়ারি মাসে ডালখোলা থেকে মা ও সদ্যোজাত এই শিশুকন্যাকে পুলিশের তত্বাবধানে নিয়ে আসা হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এরপর এসএনসিইউ’তে শুরু হয় বাচ্চার চিকিৎসা। কয়েকদিন বাদে নিখোঁজ হয়ে যান মানসিক ভারসাম্যহীন মা। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের তত্বাবধানে একটু একটু করে বেড়ে উঠছিল শিশুটি। তার স্বাস্থ্যের উন্নতিও হয়। অবশেষে সরকারি যাবতীয় নিয়মবিধি মেনে এদিন শিশু কল্যাণ সমিতি শিশু কন্যাটিকে গ্রহণ করে। এরপর তাকে স্পেশাল অ্যাডবশন এজেন্সির (Special Adoption Agency) অধীনে দেওয়া হবে।

দীর্ঘদিন হাসপাতালে থাকার পর এদিন বিদায়কালে নার্সরা কিছুটা আবেগআপ্লুত হয়ে পরেন। তার সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন সহকারি সুপার অভীক মাইতি থেকে শুরু করে সকলেই।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here