রায়গঞ্জ পুরসভা পালন করল যীশু খ্রিষ্টের জন্মদিন

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৫ ডিসেম্বর: কোভিড-১৯ আবহে অনাড়ম্বরভাবে হলেও যথাযথ শ্রদ্ধার সাথে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্টের জন্মদিন “বড়দিন” পালন করল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা। পুরসভার অফিস চত্বরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ক্যারিটাসের ফাদার, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, চেয়ারম্যান ইন কাউন্সিল সাধন বর্মন, বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাপস পাল সহ রায়গঞ্জ পুরসভার কর্মচারীরা।

পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, প্রতিবছর রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে রায়গঞ্জ ক্যারিটাসের সামনের রাজপথ আলোকমালায় সাজানোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। কিন্তু এবছর করোনা আবহের কারনে এসব অনুষ্ঠান বাদ রেখে রায়গঞ্জ পুরসভা চত্বরে প্রভু যীশু খ্রিষ্টের জন্মদিন যথাযথ মর্যাদার সাথে পালন করা হল। বড়দিনের কেক কেটে প্রভু যীশুর জন্মদিন পালন করে পুরসভার কর্মচারীদের মধ্যে কেক বিতরণ করা হল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here