করোনা প্রতিরোধে শহরের সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগ রায়গঞ্জ পুরসভার

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ মার্চ: করোনা ভাইরাস প্রতিরোধে শহরের সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা। রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে শহরের এগারোটি গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় জলের ট্যাঙ্ক সরবরাহ করে সাধারণ মানুষকে সাবান দিয়ে হাত ধোয়া এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হল। এছাড়াও রায়গঞ্জ পুর এলাকার নাগরিকদের করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে সচেতন করতে ৩৫ হাজার লিফলেট বিলি করার ব্যাবস্থা করা হয়েছে। পাশাপাশি রায়গঞ্জ শহরের শপিং মল, বড় বড় বানিজ্যিক প্রতিষ্ঠানের সাথে জরুরি ভিত্তিতে বৈঠক করে তাদের সচেতনতামূলক ব্যাবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছে রায়গঞ্জ পুর কর্তৃপক্ষ।

করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের কাছে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা। পুরসভার পক্ষ থেকে রায়গঞ্জ শহরের দেবীনগর থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ১১ টি জায়গায় সাধারণ মানুষের জন্য জলের ট্যাঙ্ক ও লাইফবয় সাবান রাখা হয়েছে। যেখানে পথ চলতি সাধারণ মানুষ নিজেদের স্বাস্থ্যসন্মতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাবান দিয়ে হাতমুখ ধুতে পারবেন। এছাড়াও পুরসভার ২৬ টি ওয়ার্ডের কাউন্সিলরের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে সচেতনতামূলক ৩৫ হাজার লিফলেট বিতরণ করা হচ্ছে। পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রায়গঞ্জের পুর নাগরিকরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here