আমাদের ভারত, হাওড়া, ২৫ নভেম্বর: রেল লাইনের উপরের রাস্তা দিয়ে লেভেল ক্রশিং এর দুই দিকের গ্রামের বাসিন্দারা যাতায়াত করত। সম্প্রতি রেল কর্তৃপক্ষ সেই রাস্তা বন্ধ করে দেওয়ায় এবার প্রতিবাদের পথে নামল গ্রামবাসীরা। বুধবার সকালে রাস্তার দাবিতে রেল লাইন অবরোধ করে বিক্ষোভে সামিল হল গ্রামবাসীরা।
দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশনে বাগনান ষ্টেশনের অদূরে মহাদেবপুর গ্রাম। গ্রামের মাঝখানে আছে লেভেল ক্রশিং। আর এই ক্রশিং এর দুইপাশে বসবাসকারী আরোও তিনটি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের অন্যতম পথ রেল লাইনের উপরে থাকা রাস্তা। সম্প্রতি রেল কর্তৃপক্ষ এই রাস্তা বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছে বাসিন্দারা। আর এই সমস্যা দূর করতে বুধবার রেল লাইন অবরোধে সামিল হল গ্রামবাসীরা। এদিন সকাল ৯ টা নাগাদ গ্রামবাসীরা রেল লাইনের উপর জড়ো হলেও কিছুক্ষণের মধ্যেই জিআরপি ও আরপিএফের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। পরে তারা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেওয়ার পর অবরোধ ওঠে।
গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে চারটি গ্রামের হাজার পরিবার এই রাস্তা ব্যাবহার করলেও সম্প্রতি এই রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। তাদের অভিযোগ এই বিষয়ে একাধিকবার রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও কোনও কাজ না হওয়ায় বাধ্য হয়ে আজ রেল লাইন অবরোধ করতে হয়েছে।
যদিও রেল কর্তৃপক্ষের বক্তব্য বাগনানে রেল ওভারব্রিজ তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী যেখানে রেল ওভারব্রিজ তৈরি হয় সেখানে লেভেল ক্রশিং বন্ধ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেইরকম ঘটনা ঘটেছে।