ওভার হেডের তার ছিঁড়ে খড়্গপুর টাটানগর শাখায় রেল চলাচলে বিপত্তি 

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৭ ডিসেম্বর: ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ঘটায় শুক্রবার রাতে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর টাটানগর শাখায় কিছুক্ষণের জন্য রেল চলাচল বন্ধ হয়ে যায়। ঝাড়গ্রাম রেল স্টেশনের পূর্ব দিকে অবস্থিত  কদমকানন এলাকার রেলগেটটি ভেঙ্গে ওভার হেডের তারের উপর পড়লে  তার ছিঁড়ে যায়। অল্পের জন্য রক্ষা পান ওই গেট দিয়ে পার হওয়া মানুষজন।

ঘটনার পর বেশ কয়েকটি লোকাল ও দূরপাল্লার ট্রেন ঝাড়গ্রাম স্টেশনের বেশ কিছুটা দূরে আটকে পড়ে। পুলিশ এসে রেলগেট দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় এবং পুরো রাস্তা ঘিরে রাখে। আপ লাইনের ওভারহেডের তার ছিঁড়ে পড়ায় রাত দশটা থেকে রাত বারোটা পর্যন্ত স্টেশন থেকে কিছুটা দূরে আপ লাইনে দাঁড়িয়ে থাকে টাটাগামী পেসেঞ্জার ট্রেন ও বম্বে মেল। রাত বারোটা নাগাদ ওভারহেডের তার মেরামত করার পর দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর টাটানগর শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here