করোনার আতঙ্কে মেট্রোরেলের টোকেনও জীবানুমুক্ত করছে রেলের কর্মীরা

নীল বনিক, আমাদের ভারত, ২০ মার্চ: করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় সতর্ক মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোরেলের কোচ এবং স্টেশন পরিচ্ছন্ন রাখার নির্দেশ আগেই জারি করা হয়েছে। এবার যাত্রীদের টোকেনও প্রত্যেক বার ব্যবহারের আগে ভালোভাবে ধোয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জারি করা সেই নির্দেশিকায় বলা হয়েছে, যাত্রীদের হাত ঘুরে আসা টোকেন প্রতিবার ব্যবহারের আগে সাবান-জল ও জীবাণুনাশক দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে ব্যবহার করতে হবে। মেট্রো ভবনের নির্দেশ পাওয়ার পরে দুপুর থেকেই বিভিন্ন স্টেশনে ওই কাজ পুরোদমে শুরু হয়ে যায়।

মেট্রো সূত্রের খবর, ট্রেনের কামরার মেঝে, যাত্রীদের বসার আসন, হাতল, স্টেশন চত্বর জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হলেও টোকেন থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছিল। সারা দিনে মেট্রোয় কমবেশি ছ’লক্ষ যাত্রী যাতায়াত করেন। তাঁদের প্রায় ৫০ শতাংশ যাত্রী স্মার্ট কার্ড ব্যবহার করেন। বাকিরা টোকেন কিনে যাতায়াত করেন। হাতবদল হওয়ার সময়ে টোকেন থেকে সংক্রমণ ছড়ানো রুখতেই মেট্রো কর্তৃপক্ষ ওই নির্দেশ জারি করেছেন বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *