রেলের কোচই হবে করোনার আইসোলেশন ওয়ার্ড, জরুরী স্বাস্থ্য পরিষেবায় অভিনব ভাবনা মোদী সরকারের

আমাদের ভারত,২৬ মার্চ: করোনা মোকাবিলায় সারা দেশে লক ডাউন ঘোষণা করেছে কেন্দ্র সরকার। একই সঙ্গে প্রতি রাজ্যে এই পরিস্থিতিতে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে তা বেশির ভাগই শহরকেন্দ্রিক। তাই গ্রামীণ এলাকায় যেখানে পর্যাপ্ত স্বাস্থ্য পরিকাঠামো নেই সেখানে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ালে প্রয়োজনে রেলের কোচকে আইসোলেশন ওয়ার্ড বানিয়ে ব্যবহার করার পরিকল্পনা করেছে মোদী সরকার।

ইতিমধ্যে রেল মন্ত্রকের সঙ্গে সেই আলোচনা চালিয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয়। লকডাউন হলেও গোটা দেশে আরো দ্রুত করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সতর্ক করেছে সরকারকে। আর সেই কারণেই রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়ে ক্যাবিনেট সচিব জানিয়েছে প্রতি রাজ্যে আরও বেশ কিছু হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য তৈরি রাখতে।

কিন্তু তার মধ্যে যে বিষয়টিতে উদ্বিগ্ন হবার মতো তা হল দেশের একাধিক প্রত্যন্ত গ্রামাঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামো তেমনভাবে নেই। হাসপাতাল থাকলেও সেখানে আইসিউ সংখ্যা কম। আইসোলেশন ওয়ার্ড বানানোর মতো পরিকাঠামো নেই।

কয়েক সপ্তাহ আগেই এ বিষয়ে আলোচনা হয়েছিল। যে সমস্ত গ্রামীণ এলাকায় রেল যোগাযোগ রয়েছে প্রয়োজনে সেখানে আইসোলেশন ওয়ার্ড পরিণত করা রেলকোচ নিয়ে যাওয়া যেতে পারে।

তবে শুধু রেলকে আইসোলেশন ওয়ার্ড বানানোর অভিনব ভাবনাতে থেমে নেই মোদী সরকার। সংক্রমণ ঠেকাতে আরও বেশ কিছু ভাবনা রয়েছে স্বাস্থ্যমন্ত্রকের।

জানা গেছে কোচিতে অবস্থিত একটি সংস্থার সঙ্গে প্রধানমন্ত্রীর সচিবালয় এই প্ল্যান নিয়ে ইতিমধ্যেই কথা হয়েছে। দেশে এখন ১২৬১৭ টি দূরপাল্লার ট্রেন রয়েছে
তাতে ২৩ থেকে ৩০ টি কোচ রয়েছে। হিসেব অনুযায়ী প্রতিটি ট্রেনকে ১০০০ শয্যা বিশিষ্ট মোবাইল হাসপাতালের রূপান্তরিত করা সম্ভব হলে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহ কাউকে আইসোলেশনে রাখতে সরাসরি ওই ট্রেনের হাসপাতালে আ্যাডমিট করা যেতে পারে। একই সঙ্গে ট্রেনে প্যান্ট্রিকার থাকায় খাবার সরবরাহ করতে অসুবিধা হবে না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here