জলপাইগুড়ি স্টেশনকে ‘ওয়ার্ল্ড ক্লাস’ স্টেশনে উন্নত করার প্রক্রিয়া শুরু রেল দফতরের, বরাদ্দ কুড়ি কোটি টাকা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ মার্চ: অমৃত ভারতের মাধ্যমে জলপাইগুড়ি টাউন স্টেশনকে ‘ওয়ার্ল্ড ক্লাস’ স্টেশনে উন্নত করার প্রক্রিয়া শুরু করল রেল দফতর। এর জন্য প্রায় কুড়ি কোটি টাকা বরাদ্দ হয়েছে, রবিবার টাউন স্টেশন চত্বর পরিদর্শন করে একথা জানালেন কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী। এ দিন স্টেশনের পরিকাঠামো ঘুরে দেখেন ডিআরএম। সঙ্গে ছিলেন রেল দফতরের আধিকারিকরা। স্টেশন উন্নত জন্য প্রয়োজন জায়গার। রেলের কিছু জায়গা বেআইনিভাবে দখল হয়ে আছে। সেই জায়গা দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু হলেও সময় লাগবে এই আশঙ্কা করছে রেল দফতর।

এ দিন স্টেশন পরিদর্শন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিআরএম বলেন, “অমৃত ভারতের মাধ্যমে জলপাইগুড়ি টাউন স্টেশনকে উন্নত করা হচ্ছে। আধুনিক নতুন ভবন হবে। স্টেশন চত্বর আরও বড় করা হবে। চলমান সিঁড়ি, বড় প্ল্যাটফর্ম, স্টেশনে প্রবেশ ও বাইরের আলাদা ব্যবস্থা সহ বিভিন্ন পরিকাঠামো করা হবে। রেলের জায়গা দখলমুক্ত হলে এক বছরের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *