
আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২মার্চ: কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে বরফের আস্তরণ পড়ে গেল নয়াগ্রামের বালিগেড়িয়া আর খড়িকামাথানিতে। এদিন ঝড়, বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। ঝাড়গ্রাম জেলার অন্যান্য জায়গায় সন্ধ্যার দিকে অল্প বৃষ্টি হলেও নয়াগ্রামের এদিনের এই শিলাবৃষ্টি নজর কেড়েছে সকলের। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন সন্ধের মুখে আচমকা মেঘ করে আসে। এরপর একটু জোরালো বাতাসের সঙ্গে শুরু হয় অঝোর ধারায় শিল পড়া। প্রায় দশ-পনেরো মিনিটের শিলাবৃষ্টিতে পথঘাট সাদা আস্তরণে ঢেকে যায়।