নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৬ ডিসেম্বর:
রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জির নিকট আত্মীয় এবার পদ্মফুলে। বুধবার তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের রাজ্য সম্পাদক ঝর্ণা ব্যানার্জি বিজেপিতে যোগদান করলেন। সম্পর্কে তিনি রাজীব ব্যানার্জির বৌদি হন। কলকাতায় বিজেপির রাজ্য দপ্তর হেস্টিংসে এই কথা জানান বিজেপির সহ সভাপতি মুকুল রায়। তিনি বলেন, ঝর্ণা ব্যানার্জি একজন দক্ষ সংগঠক। বড় পরিবারের মেয়ে। তিনি বিজেপিতে আসায় সাংগঠনিকভাবে লাভ হবে আমাদের। বহু তৃণমূল কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমরা সব দিক খতিয়ে দেখে তবেই তাদের বিজেপিতে যোগদান করাব বলে জানিয়েছেন মুকুল রায়।
অন্যদিকে ঝর্না ব্যানার্জি বলেন, মোদীজিকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। বিজেপিতে কাজ করার জন্যই আজ দলে যোগদান করলাম। পরিবর্তনের জন্য লড়াই করবো বলে জানিয়েছেন রাজীব ব্যানার্জির বৌদি।
কয়েকদিন ধরেই জল্পনা চলছিল রাজীব ব্যানার্জিও এবার ঘাসফুল ছেড়ে পদ্ম ফুলের দিকে যাচ্ছেন। সেই জল্পনার অবসান না হতেই তার নিকট আত্মীয় এবার সরাসরি বিজেপিতে যোগদান করলেন।