ফি বৃদ্ধির প্রতিবাদে রাজ্যের বিরুদ্ধে রাস্তায় বামপন্থী ছাত্র সংগঠন

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৭ নভেম্বর: বিশ্ববিদ্যালয় ও কলেজে ফি বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি। বুধবার মৌলালী থেকে বামপন্থী ছাত্র-ছাত্রীদের মিছিল শুরু হয়। মিছিলে পা মেলান এসইউসিআইয়ের ছাত্র সংগঠন ডিএসও, সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। এছাড়াও সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এবং সমস্ত বাম ছাত্র সংগঠনগুলো এই মিছিলে যোগদান করেছে।

এসএফআইয়ের রাজ্য সপকাদক সৃজন চক্রবর্তী বলেন, এই মিছিলের মূল দাবি বিশ্ববিদ্যালয়ের ফি কমাতে হবে। ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়ায় সর্বসম্মতিক্রমে অনলাইন মারফত মনোনয়নপত্র জমা দেয়ার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত কলেজগুলির ক্ষেত্রে এই ধরনের দাবিগুলো বজায় রাখতে হবে।

এছাড়া শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরন কমাতে হবে। সবার জন্য শিক্ষা ব্যাবস্থায় সমান অধিকার চালু করতে হবে বলে জানান এসএফআইয়ের রাজ্য সম্পাদক। মৌলালি থেকে মিছিল শুরু হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বামপন্থী ছাত্রদের মিছিল শেষ হয়। বামপন্থী ছাত্রদের এই মিছিলকে সমর্থন করে সিপিএমের সরকারি কর্মচারী সংগঠন। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সদস্যরাও শিক্ষায় বেসরকারি পুঁজির প্রতিবাদে রাস্তায় নামে। তাদের গলাতেও শোনাযায় ছাত্র সংসদ নির্বাচনের কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *