প্রাণভিক্ষার আবেদন করার সুযোগ ধর্ষকদের দেওয়া অনুচিত, কড়া বার্তা রাষ্ট্রপতির

আমাদের ভারত,৬ ডিসেম্বর:পকসো আইনে যারা অভিযুক্ত সেই সমস্ত দোষীদের প্রাণভিক্ষার আবেদন করার অনুমতিও দেওয়া উচিত নয়। সাংসদের উচিত এ বিষয়ে পুনর্বিবেচনা করা। রাজস্থানের উদয়পুরের এক অনুষ্ঠানে গিয়ে এভাবেই মহিলাদের নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

হায়দ্রাবাদ গণধর্ষণ কাণ্ডে উত্তাল হয়েছে সারাদেশ। অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবিতে সোচ্চার সমস্ত মহল। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি ও স্পষ্ট করলেন নিজের মত। নৃশংস এবং এই পৈশাচিক ঘটনার কোন ক্ষমা নয়। যাতে ধর্ষক কোনোভাবেই প্রাণভিক্ষার আবেদন করতে না পারে সেই মতো কঠোর আইন প্রয়োজন বলেই মত দিয়েছেন রাষ্ট্রপতি।

শুক্রবার ভোরে হায়দ্রাবাদ ধর্ষণকাণ্ডে ৪ অভিযুক্তকে এনকাউন্টারে খতম করে পুলিশ। ধর্ষিতাকে পুড়িয়ে হত্যা করার জায়গায় তাদের নিয়ে যাওয়া হয়েছিল ঘটনার পুনর্নির্মাণের জন্য। পুলিশ জানিয়েছে সেই সময় অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখনই তাদের এনকাউন্টারে খতম করা হয়। পুলিশের ভূমিকায় আনন্দে মেতেছে দেশ। কোথাও আবার এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here