সংবিধানকে বাইরে রেখে মমতার বিরুদ্ধে দাদাগিরি চালানোর অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৯ ডিসেম্বর:
সংবিধানকে একদিকে রেখে দাদাগিরি চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আলিপুরে রাজ্য বিজেপির শিক্ষক সংগঠনের সম্মেলনে এসে এমন অভিযোগ করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশান। তিনি বলেন, আমিও একসময়ে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ছিলাম। তাই মুখ্যমন্ত্রীর সাংবিধানিক ক্ষমতা সম্পর্কে জানি। একজন মুখ্যমন্ত্রী কখনই বলতে পারেন না যে কেন্দ্রের আইন মানবেন না।

প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার দল বার বার বলছে সংশোধিত নাগরিকত্ব আইন মানবে না। সেই প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর এক্তিয়ার স্মরণ করালেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। উনি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে উস্কাচ্ছেন বলে অভিযোগ করেন রমেশ পোখরিয়াল। তবে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোলাখুলি চ্যালেঞ্জ করেন উত্তরাখান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, প্রদীপ নেভার আগে দবদব করে। তাই ওনার প্রদীপ বর্তমানে দবদব করছে। আর কয়েকদিন মমতার প্রদীপের দবদব চলবে। তারপর পুরো প্রদীপ নিভে যাবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here