দিল্লির মত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে রামপুরহাটের হাটতলাতেও!

আমাদের ভারত, রামপুরহাট, ৯ ডিসেম্বর: দিল্লির অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে রামপুরহাটেও। সংকীর্ণ রাস্তা। তার উপর রাস্তায় ছাউনি দিয়ে কিংবা বেঞ্চ পেতে রাস্তাকে আরও সংকীর্ণ করে রেখেছে। ফলে অগ্নি সংযোগ ঘটলে দমকল কিংবা অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তা থাকবে না। ফলে দিল্লির ঘটনার পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করছে রামপুরহাটের সবজি বাজার। সমস্যার কথা মেনে নিয়েছেন রামপুরহাট পুরসভার চেয়ারম্যান অশ্বিনী তেওয়ারি। সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রামপুরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে রয়েছে দুটি সবজি বাজার। এই ওয়ার্ডটিই শহরের ব্যবসা কেন্দ্র হিসাবে পরিচিত। কিন্তু পুরসভার উদাসীনতায় দিনের পর দিন বাজারে ঢোকার রাস্তা সঙ্কুচিত হচ্ছে। এর জন্য দায়ী মূলত ব্যবসায়ীরা। কারণ দোকানিরা নিজের জায়গা ছাড়িয়ে রাস্তার উপর বিক্রয় সামগ্রী সাজিয়ে রাখছে। কেউ কেউ তাঁবু টাঙ্গিয়ে রাস্তা সম্পূর্ণ দখল করে নিয়েছে। সবজি বাজারে কাছাকাছি কোনও পুকুর নেই। একটি থাকলেও তা বাজারের ময়লা ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বাজারে অগ্নিসংযোগ ঘটলে মানুষের পালিয়ে যাওয়ার কোনও রাস্তা থাকবে না। তাই অবিলম্বে বাজারে ঢোকার রাস্তার পরিসর বাড়ানোর দাবি জানিয়েছেন পুরসভার কাউন্সিলর শুভাশিস চৌধুরীর। তিনি বলেন, “দীর্ঘদিন থেকে আমরা বলে আসছি সবজি বাজারের রাস্তার পরিসর বাড়াতে। কিন্তু আমার ওয়ার্ড দীর্ঘদিন ধরে বিজেপি ক্ষমতায় থাকার ফলে তৃণমূল পরিচালিত পুরসভা নজর দিচ্ছে না। এমনকি এই ওয়ার্ডে কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তবুও বঞ্চিত ওয়ার্ড। দমকল কর্তৃপক্ষও জানিয়ে দিয়েছে অগ্নিসংযোগ ঘটলে তাঁদের কিছু করার থাকবে না”।

চেয়ারম্যান অশ্বিনী তেওয়ারি বলেন, “বিষয়টি আমাদের নজরে রয়েছে। খুব দ্রুত করা পদক্ষেপ নিয়ে রাস্তা দখল করে যারা আছে তাঁদের সরিয়ে দেওয়া হবে”।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here