
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ ফেব্রুয়ারি: ট্রেন থেকে ছিনতাই হওয়া লক্ষাধিক টাকা উদ্ধার করলো রানাঘাট জিআরপি। ঘটনায় তিন ছিনতাই বাজকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তিন জনকে মঙ্গলবার রানাঘাট আদালতে পাঠানো হয়েছে।
সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বনগাঁর বাসিন্দা প্রতাপ মন্ডল সোমবার তার মালিকের তিন লক্ষেরও বেশি টাকা নিয়ে ট্রেনে করে শান্তিপুর যাচ্ছিল।অভিযোগ, পথে কালীনারায়ণপুর স্টেশনে ট্রেনের ভিতর দুই দুষ্কৃতী তার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এই ঘটনার তদন্ত শুরু করে রানাঘাট জিআরপি সোমবার রাতে মিঠুন দেবনাথ, সুরজ মন্ডল ও ইসমাইল দফাদারকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে প্রায় আড়াই লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকার খোঁজে ধৃতদের পুলিশ হেফাজতে নিতে আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।