
আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৯ নভেম্বর: রেঞ্জ লেভেলে পুলিশের ডিবেট প্রতিযোগিতার আজ উদ্বোধন হল পূর্ব মেদিনীপুর এর কোলাঘটে। কোলাঘাট ইঞ্জিনিয়ারিং ও ম্যনেজম্যান্ট কলেজের জেকে দাস অডিটরিয়ামে এই অনুষ্ঠান হল। বাঁকুড়া রেঞ্জ এবং মেদিনীপুর রেঞ্জের ১০ জন করে মোট ২০ জন পুলিশ প্রতিনিধি এই প্রতিযোগিতায় অংশ নেন। বিতর্কের বিষয় ছিল- দেশের আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি। পক্ষে ১০ জন বিপক্ষে ১০ জন প্রতিযোগী অংশ নেয়।
এই প্রতিযোগিতার উদ্বোধন করেন আই জি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র। এছাড়াও উপস্থিত ছিলেন ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) সুকেশ কুমার জৈন, এসপি পূর্ব মেদিনীপুর ভি.সলোমন.নিসাকুমার ও হলদিয়ার মহকুমা শাসক সহ পুলিশ আধিকারিকরা। এই প্রতিযোগিতা থেকে দুই জেলার রেঞ্জ থেকে ৪ জন নির্বাচিত প্রতিনিধি রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।