বনগাঁর গোপালনগরে যুবতীকে ধর্ষণ, এলাকায় চাঞ্চল্য

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৩ জানুয়ারি: প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগ বনগাঁ মহকুমার গোপালনগরে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়| জানাগেছে, বাড়ির লোকজন কাজের জন্য বাইরে থাকেন| সেই সুযোগে বাড়িতে ঢুকে প্রতিবন্ধী যুবতীর সরলতার সুযোগ নিয়ে ধর্ষণ করে এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, গোপালনগরের বাসিন্দা বছর ২১ এর ওই যুবতীকে বেশ কয়েকবার ধর্ষণ করে পাড়ারই এক ব্যাক্তি| অভিযুক্ত ব্যাক্তির নাম রমজান মণ্ডল| যুবতী শারিরীক ভাবে প্রতিবন্ধী| যুবতীর বাবা-মা কর্মসূত্রে বাইরে থাকেন| বাবা-মায়ের অনুপস্থিতিতে ফাঁকা বাড়িতে গিয়ে প্রতিবন্ধী যুবতীর সরলতার সুযোগ নিয়ে বেশ কয়েকবার তাকে ধর্ষণ করেছিলো অভিযুক্ত| আর এই ঘটনা যাতে কাউকে না বলে এই বিষয়ে যুবতীকে হুমকিও দেয় সে| যুবতীর বাবা-মা কয়েকদিন আগে বাড়ি এসে মেয়ের শারিরীক অবস্থার পরিবর্তন লক্ষ্য করেন| যুবতীকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় যে সাত মাসের অন্তঃস্বত্তা| পরিবারের কাছে যুবতী তখন বিষয়টি জানায়| যুবতীর মা আজ গোপাল নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন| পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে|

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here