লকডাউন কার্যকর করতে লাঠি হাতে পথে নামল র‍্যাপিড অ্যাকশন ফোর্স

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৩ জুলাই: রাজ্য সরকারের নির্দেশে সাড়া দিয়ে উত্তর ২৪ পরগনা সহ বনগাঁ মহকুমাজুড়ে লকডাউন। মূলত বনগাঁ মহকুমা সহ মছলন্দপু, হাবড়া অশোকনগর এলাকায় পুলিশি ব্যরিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। এমনকি এদিন কোথাও কোনও বাজার বসেনি। অযথা বাইরে বের হলেই পুলিশ আইনি ব্যবস্থা নেওয়া শুরু করেছে। পাশাপাশি যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। পেট্রাপোল সীমান্তের যশোর রোডে নাকা চেকিং করছে পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার। তিনি বলেন, করোনা মোকাবিলায় বনগাঁ
মহকুমাজুড়ে মানুষকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং করা হয়েছে। অযথা যানবাহনকে ঘোরাঘুরি করতে দেওয়া হচ্ছে না। চলছে শহর জুড়ে পুলিশি টহল।

অন্যদিকে মছলন্দপুরের ওসি চিন্তামণি নস্কর জানিয়েছেন, গোবরডাঙ্গা, মছলন্দপুর সহ হাবড়া ব্লকে পুলিশের সঙ্গে র‍্যাপিড অ্যাকশন ফোর্স নামিয়ে শহর জুড়ে টহলদারি চলছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন থানা এলাকায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। রেড জোনগুলিতে বাঁশের ব্যরিকেড করে দেওয়া হয়েছে। এছাড়াও মাইকিং করে করোনা নিয়ে মানুষকে সচেতন করার কাজ চলছে বলে জেলা পুলিশ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *