
সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ২ জুন: খাদ্য সরবরাহ আধিকারিক এক রেশন ডিলারের কাছ থেকে বারবার ঘুষ নেওয়ার জন্য দাবি করতে থাকে। বিভিন্ন ফাইল দেখতে চেয়ে ফাইনের হুমকি দিতে থাকে। একের পর এক সরকারি আধিকারিকদের চাপ সহ্য করতে না পেরে মৃত্যু হল এক রেশন ডিলারের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার বাজার এলাকায়। মৃতের নাম তপন কুমার মজুমদার।
স্থানীয় সূত্রের খবর, রেশন ডিলার তপন কুমার মজুমদার এদিন দোকানে রেশন দিচ্ছিলেন গ্রাহকদের। অভিযোগ তখনই দোকানে আসেন বারাসাত জেলা ফুড সাপ্লাই কন্ট্রোলার আজিজুল শেখ। নানান কারণ দেখিয়ে প্রচুর টাকা ফাইন করেন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়েন রেশন ডিলার তপন কুমার মজুমদার। তড়িঘড়ি তাকে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এরপর মৃতদেহ বাড়ি নিয়ে আসে পরিবারের সদস্যরা এবং রেশন ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হাবড়ার গৌড়বঙ্গ রোডের খারো বাজার এলাকায় রাস্তা অবরোধ করেন। তাদের দাবি অভিলম্বে অভিযুক্ত আধিকারিক আজিজুল শেখকে গ্রেফতার করতে হবে।
মৃতের পরিবারের অভিযোগ, বারাসত জেলা ফুড সাপ্লাই কন্ট্রোলার আজিজুল শেখ দীর্ঘদিন ধরে রেশন ডিলার তপনবাবুর ওপর মানসিক অত্যাচার করছিলেন। তার অত্যাচারের ফলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রেশন ডিলার তপন কুমার মজুমদারের।
তপনবাবুর ভাই অলোক মজুমদার বলেন, বিভিন্ন সময়ে নানান অজুহাত দেখিয়ে দাদার কাছ থেকে টাকা দাবি করতেন ওই আধিকারি। কয়েক দিন ধরে মোটা টাকা দাবি করছিলেন আজিজুলবাবু এমনটাই অভিযোগ। ঘুষ দিতে অস্বীকার করায় তিনি রেশন ঘরে এসে বিভিন্ন কারণ দেখিয়ে ফাইন করবেন বলে হুমকি দেন। আর এরপরেই অসুস্থ হয়ে মৃত্যু হয় দাদার।
তপন কুমার মজুমদারের মৃত্যুতে হাবড়া অ্যাসোসিয়েশনের সমস্ত ডিলাররা প্রতিটি রাস্তা অবরোধ করেন।
পরিবার সূত্রে জানা যায় সপ্তাহখানেক আগেও এই অফিসার তপন বাবুকে তেল কম দেওয়া হচ্ছে বলে ৩৭ হাজার টাকা ফাইন করেছিলেন।