চলতি মাসের ৩দিন দেশব্যাপী ধর্মঘটে যাচ্ছে রেশন ডিলাররা

আমাদের ভারত, ৫ ফেব্রুয়ারি: ফেব্রুয়ারি মাসে তিন দিন দেশের সব রেশন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ফেডারেশন। রবিবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

ফেব্রুয়ারি মাসের ৭, ৮, ৯ তারিখে দেশের সব রেশন দোকান বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের কথা কেন্দ্র সরকারের খাদ্য মন্ত্রক ও রাজ্য খাদ্য দপ্তরগুলিকে জানিয়ে দিয়েছে রেশন ডিলারদের সংগঠনটি। নিজেদের দাবি আদায়ের জন্যই এই ধর্মঘটের পথে হাটছেন বলে জানিয়েছেন সংগঠনে সদস্যরা।

প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন, কেন্দ্র সরকারের বাজেটে তারা আশা করেছিলেন ২০২৩ জানুয়ারি মাসে বন্ধ হয়ে যাওয়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা অন্তর্গত প্রকল্পটি দেশের গরিব মানুষের জন্য ফের চালু করবে কেন্দ্র, কিন্তু তেমনটা হয়নি। তাতে আশাহত হয়েছেন তারা। একই সঙ্গে তাদের দাবি, ভোজ্য তেল, ডাল, চিনির মতো অত্যাবশ্যক পণ্যগুলি রেশন দোকান থেকে ন্যায্য মূল্যে বিক্রি করার সুযোগ তাদের দিতে হবে।

এছাড়াও আরও ১১টি দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। যেখানে রেশন ডিলারদের মাসে ৫০ হাজার টাকা আয় সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে। রেশন ডিলারদের যাবতীয় পাওনা দ্রুত মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। খাদ্যশস্য দেওয়ার ক্ষেত্রে চটের বস্তা ব্যবহারকে প্রাধান্য দিতে বলা হয়েছে। কোভিডের সময় প্রয়াত রেশন ডিলারের পরিবারকে রাজস্থান সরকার ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে সে কথা উল্লেখ করে কেন্দ্র সরকারকে এই বিষয়ে পদক্ষেপ করতে বলা হয়েছে। এই সমস্ত দাবি-দাওয়া নিয়ে ২৩ মার্চ দিল্লির সংসদ ভবন অভিযানে যাবেন। সংগঠনের তরফে সাধারণ সম্পাদক বিষম্ভর বসু জানিয়েছেন, তারা তাদের দাবি দাওয়ার কথা স্পষ্ট করে কেন্দ্র সরকারকে জানিয়েছেন। এবার সরকারি সিদ্ধান্ত নেওয়ার পালা। ক্ষতির সম্মুখীন হয়েও তারা মানুষকে পরিষেবা দিয়েছেন। এবার তাদের কথাও মানবিক দৃষ্টিভঙ্গিতে সরকারের ভেবে দেখা উচিত। তিনি আরো বলেন, তাদের ধর্মঘটের ফলে সাধারণ মানুষের অসুবিধা হবে, কিন্তু তিনি আশাবাদী মানুষ বুঝবেন তাদের সুবিধা আদায়ের জন্যই তারা লড়াই করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *