সাথী দাস, পুরুলিয়া, ২৮ ডিসেম্বর: বকেয়া আদায়ে অবস্থান বিক্ষোভ দেখালেন পুরুলিয়ার রেশন ডিলারা। আজ পুরুলিয়া জেলা খাদ্য নিয়ামকের দফতরের সামনে রাজ্য নেতৃত্বকে এনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা।
ওয়েস্টবেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক হাজী হাসান উল্লা লস্কর খাদ্য দফতরের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হন। তিনি বলেন, “রেশন ডিলারদের পান থেকে চুন খসলে সাসপেন্ড করা হয়। আর আধিকারিকরা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পার পেয়ে যান।” এদিন তিনি বকেয়া কমিশন দ্রুত দেওয়ার দাবি জানান।
সংগঠনের জেলা সম্পাদক প্রভাশিষ লাল সিংহ দেও বলেন, “কোভিড পরিস্থিতিতে জীবন বাজি রেখে আমরা বন্টন ব্যবস্থায় যুক্ত হয়েছি। পরিষেবা সচল রেখে চলেছি। অথচ, আমাদের কমিশনের টাকা আটকে রাখা হয়েছে। আমাদের দাবি, বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দিক দফতর। শুধু মাত্র মানবাজার ও পুরুলিয়া সদর মহকুমা এলাকার ডিলারদের এপ্রিল মাস পর্যন্ত এবং ঝালদা ও রঘুনাথপুর মহকুমা এলাকার কমিশনের টাকা জুন মাস পর্যন্ত দেওয়া হয়েছে।” এদিন খাদ্য দফতরের কাছে মাসিক ৩০ হাজার টাকা ভাতা সহ কমিশনের টাকা বাড়ানোর দাবি জানান রেশন ডিলাররা।
এদিন বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সম্পাদক পরেশ হাজরা, কার্যকরী সভাপতি পরেশ হাজরা, সম্পাদক মৃগেন্দ্র নাথ ডাকুয়া সহ সম্পাদক সুকুমার কপাট, জেলা সভাপতি আহ্লাদ চন্দ্র মাজি প্রমূখ।