লক্ষাধিক টাকার রেশনের মালপত্র পাচার করার আগে হাতেনাতে ধরলেন খাদ্যকর্মাধ্যক্ষ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৫ জানুয়ারি:
পাচার করতে যাওয়া এক লরি রেশনের মালপত্র হাতে নাতে ধরলো খাদ্য কর্মধ্যক্ষ। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার দক্ষিণ গোপালপুর গ্রামে সরকারি রেশনের মালপত্র অবৈধ ভাবে লরিতে পাচার করার সময় হাতেনাতে পাকড়াও করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাপরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খাঁন।

পরে তিনি গাড়ি সমেত প্রায় পাঁচ লক্ষ টাকার ১০ টন রেশনের চাল, গম, আটা ও এই পাচারের কাজে যুক্ত ব্যবসায়ীকে পাঁশকুড়া থানার পুলিশের হাতে তুলে দেন। এছাড়াও একটি রেশনের মালপত্র ভর্তি গোডাউনে হানা দেন সিরাজ খাঁন। এই গোডাউনে প্রচুর অবৈধ মালপত্র থাকায় পাঁশকুড়া থানার পুলিশ সমস্ত মাল বাজেয়াপ্ত করে। এবং এই অবৈধ গোডাউন সিজ করে দেয় পুলিশ। পুলিশ দুই ব্যাবসায়ীকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here