“অল ইন্ডিয়া রেডিও’র বদলে এবার থেকে রবি ঠাকুরের আকাশবাণী ব্যবহার হবে,” জানিয়েছে প্রসার ভারতী

আমাদের ভারত, ৫ মে: ব্রিট্রিশ ঔপনিবেশিক স্মৃতি মুছতে আরও একটি বড় পদক্ষেপ করা হল।
দীর্ঘ ৯০ বছরের প্রথার অবসান ঘটিয়ে সরকারিভাবে জানিয়ে দেয়া হলো রেডিওর অনুষ্ঠানে আর অল ইন্ডিয়া রেডিও কথাটি ব্যবহার করা যাবে না। তার বদলে যে কোনো ভাষাতেই অনুষ্ঠান সম্প্রচার হোক না কেন আকাশবাণী শব্দটি ব্যবহার করতে হবে।

প্রসার ভারতীর তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, “ব্রিটিশ সাম্রাজ্যের বোঝা ঝেড়ে ফেলতে এই সিদ্ধান্ত।বুধবার, সরকারি মিডিয়ার তরফে জানানো হয়েছে আগামী দিনে অনুষ্ঠান সম্প্রচারের সময় আর অল ইন্ডিয়া রেডিও শব্দটি ব্যবহার করা যাবে না। এতদিন অনুষ্ঠান শুরুর আগে, ঘোষণা করার সময় এই ইংরেজি শব্দ বন্ধটি ব্যবহৃত হতো। তার পরিবর্তে সমস্ত ভাষার অনুষ্ঠানেই এবার থেকে আকাশবাণী কথাটি ব্যবহার করতে হবে।

এই নয়া ভাবনার কারণ হিসেবে প্রসার ভারতীর তরফে বলা হয়েছে, ব্রিটিশ আমলে চালু করা এই প্রথার সঙ্গে সাম্রাজ্যবাদের স্মৃতি জড়িয়ে আছে। সেই জন্যই ইংরেজি ভাষা সরিয়ে আকাশবাণী কথাটি ব্যবহার করা হবে। প্রসঙ্গত আকাশবাণী নামটি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার ব্যবহার করেছিলেন।

যদিও এই ঘোষণার পরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলেছেন এই সিদ্ধান্ত আসলে হিন্দি আগ্রাসনের নামান্তর। অল ইন্ডিয়া রেডিও সমস্ত সম্প্রচারের উপর জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে। তাদের দাবি তামিলনাড়ুতে যখন রেডিও সম্প্রচার হবে তখন তাহলে তামিল ভাষা ব্যবহার উচিত। জাতীয় রেডিও হলেও অনুষ্ঠানগুলি নানা রাজ্যে নানা রকম হয়, তাহলে আকাশবাণীর পরিবর্তে অন্য কোনো তামিল নাম রাখা হবে না কেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *